ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, দুই মহাসড়কেই যান চলাচল শুরু

শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, দুই মহাসড়কেই যান চলাচল শুরু

বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং শ্রমিক মারধরের প্রতিবাদে কালিয়াকৈরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এতে মহাসড়ক দুটিতে আবারো যান চলাচল শুরু হয়েছে।

গাজীপুরে মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। তারা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়।

শ্রমিক,অবরোধ প্রত্যাহার,মহাসড়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত