ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বন্যাকবলিতদের পুনর্বাসনে নোয়াখালীতে ৯০ আবাসন প্রকল্পের উদ্বোধন

বন্যাকবলিতদের পুনর্বাসনে নোয়াখালীতে ৯০ আবাসন প্রকল্পের উদ্বোধন

নোয়াখালীতে জেলা প্রশাসনের সহায়তায় ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত ৯০টি ঘর বন্যা কবলিত অসহায় সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তাদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার মিয়ারপোল সন্নিকটে উত্তর হাজিপুর গ্রামে এক সুধী সমাবেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরেফিন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান উপদেষ্টার বিশেষ আবাসন প্রকল্পের আওতায় এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়। নোয়াখালীসহ দক্ষিণাঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামে ৩শ পরিবারের জন্য ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এতে ৩ লক্ষ ১৭ হাজার ৩৫৯ টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বন্যাকবলিত,পুনর্বাসন,আবাসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত