ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ফুলবাড়িতে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক ১

ফুলবাড়িতে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক ১

দিনাজপুরের ফুলবাড়িতে পুলিশের বিশেষ অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (১১ মে) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শহরের ঢাকামোড় এলাকায় একটি টেম্পুতে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের রজব আলীর ছেলে মাসুদ রানা (৫৫)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম খন্দকার মহিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বুলু মিয়া ও এএসআই কমলাকান্ত সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান এবং টেম্পুটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় একটি বস্তায় লুকানো অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে মাসুদ রানা ও টেম্পুটি থানায় আনা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ওসি মহিবুল ইসলাম আরও বলেন, "মাদক নির্মূলে ফুলবাড়ী থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে যেকোনো সময় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।"

আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত