ঢাকা সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে ২ একর বনভূমি দখলমুক্ত

কক্সবাজারে ২ একর বনভূমি দখলমুক্ত

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জে বনবিভাগ অভিযান চালিয়ে ৭ টি বসত ঘর গুড়িয়ে দিয়ে ২ একর বনভূমি দখলমুক্ত করেছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বনবিভাগ ও স্থানীয়দের সূত্র মতে, উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জে একশ্রেণীর দখলবাজ চক্র বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে বনজমিতে বসতি গড়ে তুলে আসছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মানিকপুর বিট কর্মকর্তার নেতৃত্বে ফাঁসিয়াখালী রেঞ্জের বিভিন্ন বিটের বিট কর্মকর্তা ও স্টাফ বৃন্দের অংশগ্রহণে মানিকপুর বিটের আওতাধীন বনভূমির শান্তিপুর নামক এলাকায় একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এতে অবৈধভাবে জবরদখল করে তেরপল,পলিথিন ও টিনের ঘেরা দিয়ে নির্মিত ও নির্মাণাধীন ৭টি ঘর উচ্ছেদ করা হয়। এতে করে ২ এক বনভূমি দখলমুক্ত করা হয়েছে।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন আরও বলেন, দখলবাজ চক্রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বনভূমি,দখলমুক্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত