ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সরকারি অর্থে গাছে গাছে পাখির বাসা তৈরি

সরকারি অর্থে গাছে গাছে পাখির বাসা তৈরি

পীরগাছায় পাখিদের নিরাপদ আবাসন দিতে গাছের ডালে স্থাপন করা হচ্ছে বিশেষ ঘর বা হাঁড়িতে তৈরি পাখির বাসা। সরকারি অর্থায়ন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়েছে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্বোধন করেন। সরেজমিনে দেখা যায়, সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড়ে ও বড় বড় গাছের ডালে ঝোলানো হচ্ছে হাঁড়িতে তৈরি ঘরগুলো, যা পাখিদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

উপজেলা অফিস সূত্রে জানা গেছে, সরকারি অর্থায়ন ও এডিপিতে বরাদ্দ রাখা ২ লাখ টাকা ব্যয়ে ২০২৪-২০২৫ অর্থবছরে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় উপজেলার বিভিন্ন গাছে ১ হাজার পাখির ঘর স্থাপন করা হচ্ছে।

পাখির ঘর প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য ফিরোজ হোসেন বলেন, “ঝড় ও বর্ষায় পাখিদের ঘর নষ্ট হয়ে যাচ্ছে। নিরাপদ আশ্রয় না পেলে পাখিদের বংশবৃদ্ধিতে সমস্যা হচ্ছে। তাই পাখিদের নিরাপদ আবাসন দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, “প্রকৃতি ও পরিবেশের সাথে পাখিদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই পাখিদের জন্য নিরাপদ ঘর ও অভয়াশ্রম গড়ে দিতে চাইছি।”

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একরামুল হক মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, উপসহকারী প্রকৌশলী ফরিদা ইয়াসমিন শীলা, থানার ওসি (তদন্ত) নাহিদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, পীরগাছা সদর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, এনসিপি নেতা মাহিম ও প্রভাষক রফিকুল হাসান।

সরকারি অর্থে,গাছে গাছে,পাখির বাসা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত