ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলনের সংসদীয় প্রার্থী বাছাইয়ে মতবিনিময়

মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলনের সংসদীয় প্রার্থী বাছাইয়ে মতবিনিময়

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর-গজারিয়া ) হাতপাখা প্রার্থী নির্ধারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মতামত নেয়ার লক্ষ্যে মতামত গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকাল ৯টায় মুন্সীগঞ্জ সদরের শিলমন্দি বড় মাদরাসার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার বিভিন্ন শাখার সভাপতি, সম্পাদক ও মজলিশের জ্যেষ্ঠ সদস্যরা মতামত দেন।

মুন্সীগঞ্জ ৩ আসনে প্রার্থী নির্ধারণে মুন্সীগঞ্জ সদরের মাওলানা মাহমুদুল হাসান (সুমন) দেওয়ান ও গজারিয়া উপজেলা থেকে মুফতি মাহবুব কাসিমীর মধ্যে প্রার্থী বাছাইয়ে সরাসরি ব্যালটের মাধ্যমে উপস্থিত নেতৃবৃন্দ প্রত্যক্ষ ভোটে অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও আলহাজ্ব কেএম আতিকুর রহমান জানান, আগামী ২৮ জুন ঢাকার মহাসমাবেশ থেকে ৩ শ আসনের প্রার্থীতা ঘোষণা করা হবে।

মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও আলহাজ্ব কেএম আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম বাদলের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন ফারুকী, যুগ্ম সম্পাদক সানাউল্লাহ কাসেমী, সদর উপজেলা শাখার সভাপতি হাজ্বী ফারুক হোসেন হাওলাদার, শ্রমিক আন্দোলনের সেক্রেটারি মো. জামাল হোসেন বেপারী প্রমুখ।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ-৩,ইসলামী আন্দোলন,প্রার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত