ঢাকা শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে সেলফির ধাক্কায় শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ ও ভাঙচুর

মানিকগঞ্জে সেলফির ধাক্কায় শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ ও ভাঙচুর

নিজ কর্মস্থলের মাত্র দশ গজ সামনে বেপরোয়া সেলফি পরিবহনের ধাক্কায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী তারা মিয়ার (৩৮)। এসময় সেলফি পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করে সেলফি পরিবহন বন্ধের দাবি করেন বিক্ষুব্ধ জনতা।

শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগির বসুন্ধরা স্টিল মিলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার মৃত মোসলেমের ছেলে। তিনি বসুন্ধরা স্টিল মিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে সেলফি পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করে এবং রাস্তা অবরোধ করে। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলেও, এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারা মিয়া তার কর্মস্থল বসুন্ধরা স্টিল মিলের সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি সেলফি পরিবহনের বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সেলফি পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করে।

নিহতের চাচাতো ভাই আসলাম মিয়া বলেন, "ঘটনার পরপরই আমরা এই রোডে সেলফি পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করে দেই। সেলফির পক্ষের কিছু দালাল এসে এসময় আমার ওপর হামলা করে। এ ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত সেলফি পরিবহন বন্ধ রাখার দাবি করছি।"

স্থানীয় সেলিম খান বিল্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রশাসনকে ম্যানেজ করে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে সেলফি পরিবহন। এরা এত অপরাধ করার পরেও তাদের কোনো বিচার হয় না। আমরা সেলফি পরিবহন বন্ধ চাই।"

ঘটনার প্রত্যক্ষদর্শী অটোচালক হৃদয় বলেন, "রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে সেলফি পরিবহন মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর অন্তত ১০ গজ হেঁচড়ে নিয়ে যায়। তখনও ব্রেক করলে তারা মিয়া বেঁচে যেত।"

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, "বসুন্ধরা গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় সেলফি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশের সুরতহাল করে মানিকগঞ্জ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসের নম্বর শনাক্ত করা হয়েছে। নিহতের আত্মীয়-স্বজনের সাথে কথা হয়েছে। তারা থানায় এলে নিয়মানুযায়ী গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এই ঘটনায় মানিকগঞ্জ-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা এই বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

মানিকগঞ্জে সেলফির ধাক্কায় শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ ও ভাঙচুর,মানিকগঞ্জ,সেলফি,সড়ক অবরোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত