ঢাকা বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, খাল থেকে মরদেহ উদ্ধার

মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, খাল থেকে মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে সাত বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২২ জুন) ভোরে লেদা খালের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ (৭) উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর ব্লক-সি/০৫ এর বাসিন্দা হামিদ হোসেনের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গত বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শিশু আব্দুল্লাহ বিকেলে খেলতে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। একই দিন সন্ধ্যার পর অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তার বাবার মোবাইলে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা।

তিনি আরো বলেন, মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করে লেদা খালের পানিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। রোববার (২২ জুন) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ক্যাম্প-২৪ এর ব্লক-এ/০৫ সংলগ্ন লেদা খালের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয় রোহিঙ্গারা পরিবারকে খবর দেন। পরে পরিবার লাশ শনাক্ত করে নিজ শেডের সামনে নিয়ে যায়।

সংবাদ পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপহরণ ও হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।

মুক্তিপণ,হত্যা,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত