ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকুর বৃক্ষরোপণ

টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকুর বৃক্ষরোপণ

দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

রোববার (২২ জুন) দুপুরে এ উপলক্ষ্যে সদর উপজেলার ধুলেরচর মাদ্রাসা, গালা ইউনিয়নের আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়, রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পরিবেশ রক্ষায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। মানুষকে সচেতন করার লক্ষ্যে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে, টাঙ্গাইল সদর উপজেলাকে একটি আদর্শিক টাঙ্গাইল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজ, সন্ত্রাসীদের জায়গা এই টাঙ্গাইলে হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদ আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা ছাত্রদলের সভাপতি দুর্জয় হোড় শুভ প্রমুখ। এছাড়াও বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রতিষ্ঠান,সালাউদ্দিন টুকু,বৃক্ষরোপণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত