ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে প্রতারণার টাকা ফেরত পেলেন পর্যটকরা

ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে প্রতারণার টাকা ফেরত পেলেন পর্যটকরা

কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় প্রতারণার শিকার পর্যটকেরা তাদের হাতিয়ে নেওয়া অর্থ ফেরত পেয়েছেন। সেন্টমার্টিন ভ্রমণের টিকিট দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে নেওয়া টাকাসহ ক্ষতিপূরণ বাবদ মোট ২ লাখ ৩০ হাজার টাকা ভুক্তভোগী পর্যটকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) রাতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৯ ডিসেম্বর পঞ্চগড় থেকে ভ্রমণে আসা শিক্ষার্থীদের একটি দল সেন্টমার্টিনে যাওয়ার জন্য জাহাজের টিকিট নিতে ‘ট্যুর প্লাস’ নামের একটি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানে ১ লাখ ৫৪ হাজার টাকা প্রদান করেন। তবে প্রতিষ্ঠানটির মালিক ইদ্রিস মিয়া ২১ ডিসেম্বর পর্যন্ত বারবার আশ্বাস দিলেও টিকিট প্রদান না করে পর্যটকদের হয়রানি করতে থাকেন।

ভুক্তভোগী পর্যটকদের অভিযোগের পর ট্যুরিস্ট পুলিশ ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে আটক করে। পরে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে টিকিট বাবদ নেওয়া ১ লাখ ৫৪ হাজার টাকা এবং দুই দিন অতিরিক্ত অবস্থান ও খাওয়া-দাওয়ার ব্যয় বাবদ ৭৬ হাজার টাকা মিলিয়ে মোট ২ লাখ ৩০ হাজার টাকা পর্যটকদের ফেরত দেওয়া হয়।

আপেল মাহমুদ আরও জানান, পর্যটকদের অনুরোধে আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ধরনের অপরাধের জন্য সংশ্লিষ্ট ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সুপারিশ করে কক্সবাজার জেলা প্রশাসক ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের কাছে পত্র পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পর্যটকেরা ট্যুরিস্ট পুলিশের ভূমিকার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফেরত পেলেন পর্যটকরা,প্রতারণার টাকা ফেরত,ট্যুরিস্ট পুলিশের উদ্যোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত