ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজদিখানে অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ বিষয়ক অবহিতকরণ সভা

সিরাজদিখানে অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ বিষয়ক অবহিতকরণ সভা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এমপিওভুক্ত শিক্ষকরা ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী, প্রবাসী বাংলাদেশি ভোটাররা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কমিশনার মো. ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার, সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান-সহ উপজেলার সকল কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

সভায় জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন ভোটার নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

সিরাজদিখান,অ্যাপ,ভোটাধিকার,অবহিতকরণ সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত