ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাও. অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা মুক্তিযোন্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, সখিপুর সরকারী কেবিএ কলেজের শিক্ষক আবু তালেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মাতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্রাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল খালেক, দেবহাটা বিজিবি নায়েব সুবেদার মো. শাহজাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ, জুলাই যোদ্ধা আবিদ হোসেন তানভীরসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে সতর্ক থাকা, সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার বন্ধ রাখা ও গণভোট, ভোট, পোস্টাল ভোট সম্পর্কে সবাইকে অবগত করার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে চার শ্রেণী পেশার মানুষ ভোট দিতে পারবে। যেমন- সরকারি চাকরিজীবী, প্রবাসী, কারাবাসী ও নির্বাচনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ, এ বিষয়ে সকলকে অবগত করা হয়।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

দেবহাটা,আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটি,সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত