ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে টানা প্রায় সাড়ে ৭ ঘণ্টা ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশা জমে যাওয়ায় নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌ দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।

ঘাট সূত্রে জানা যায়, কুয়াশার কারণে নদীতে দিক নির্ণয় কঠিন হয়ে পড়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়ে, ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরে শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে কুয়াশার ঘনত্ব কেটে গেলে এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় ঘাট কর্তৃপক্ষ ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল পুনরায় চালু করে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ঘন কুয়াশার কারণে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কমে আসা এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পরিস্থিতি বিবেচনায় বেলা ৯ টা ৫০ মিনিটে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়।”

উল্লেখ্য, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে প্রায়ই ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। এতে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্যবাহী পরিবহনে উল্লেখযোগ্য প্রভাব পড়ে।

দৌলতদিয়া–পাটুরিয়া,নৌরুট,ফেরি চলাচল,বিআইডব্লিউটিসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত