
গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের সভাপতিত্বে শেখ মো. আব্দুল্লাহ বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যু আমাদের দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি ছিলেন এই দেশের জাতীয় ঐক্যের প্রতীক। আল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমরা সবাই তার আদর্শের রাজনীতি করে যাবো। যেভাবে গণতন্ত্র রক্ষার সংগ্রাম করেছে আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখবো। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক।”