ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উখিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আমি নিজেও খেলোয়াড়, খেলাধুলার প্রতি আমার আলাদা আন্তরিকতা আছে। এই বয়সেও আমি কক্সবাজারে লং টেনিস খেলি, ক্রীড়া শরীর, স্বাস্থ্য ও মন ভালো রাখে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী এ সময় নিজের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।

পরে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোনা আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ছমি উদ্দিন, হলদিয়া উত্তর শাখা বিএনপির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুর রহিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সিকদার সাইফুল, আলোকিত বাংলাদেশ-এর কক্সবাজার অফিসের জ্যেষ্ঠ সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহ, ইউপি সদস্য এম মঞ্জুর আলম, মোহাম্মদ বোরহান উদ্দিন চৌধুরীসহ আরও অনেকে।

ফাইনাল,গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,উখিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত