ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ভোলার দুই সংসদীয় আসনের ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ১২

ভোলার দুই সংসদীয় আসনের ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ১২

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ভোলা-১ (সদর) ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ও বিকেলে পৃথক দুই দফায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে এ মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ভোলার দুইটি সংসদীয় আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার।

যাদের মধ্যে ভোলা-১ আসনে দুইজন এবং ভোলা-৩ আসনে একজন। এছাড়া ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডা. শামিম রহমান বৈধ ও বাতিলকৃত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে ভোলা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লাহ এবং ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (জাপা) প্রার্থী আকবর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনের মনোনয়ন বাতিল হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোলা-১ আসনে প্রার্থীর সমর্থকদের ভোটার তালিকায় ত্রুটি থাকায় রফিজুল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। ভোলা সদর আসনে হলফনামায় তথ্যের ত্রুটি থাকায় জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ভোটার তালিকার ত্রুটি থাকায় ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লাহর মনোনয়ন বাতিল করা হয়।

একই সঙ্গে ভোলা সদর আসনে বিএনপির গোলাম নবী আলমগীর, বিজেপি প্রার্থী আন্দালিব রহমান, জামায়াত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা, গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মো. আশ্রাফ আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

অপরদিকে ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মুহা. নাজিমুল হক, গণঅধিকার পরিষদের আবু তৈয়ব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মেছলে উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এর আগে গেল বৃহস্পতিবার ভোলা-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। আগামীকাল ভোলা-৪ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভোলার চারটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সব মিলিয়ে তিনটি সংসদীয় আসনে সর্বমোট ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বৈধ ১২,মনোনয়নপত্র বাতিল,সংসদীয় আসন,ভোলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত