ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ভালো মানুষ কখনো দুর্নীতিতে সম্পৃক্ত হয় না: কবি হাসান হাফিজ

ভালো মানুষ কখনো দুর্নীতিতে সম্পৃক্ত হয় না: কবি হাসান হাফিজ

চাঁদপুরের ফরিদগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা সুদৃঢ় করার লক্ষ্যে শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন (আইফা) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আইফা মেধাবৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা ২০২৫’।

অনুষ্ঠানটি ফরিদগঞ্জের শিক্ষাঙ্গনে একটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ আয়োজন হিসেবে প্রশংসিত হয়েছে।

আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও প্রোগ্রাম সমন্বয়কারী নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি এবং শিক্ষকদের সম্মাননা প্রদান শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে।

তিনি উল্লেখ করে বলেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে শিক্ষকদের মর্যাদা আরও সুদৃঢ় করে।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শ্রেণিতে প্রথম হলে হবে না, বাস্তব জীবনে ভালো মানুষ হওয়ার প্রত্যয়ে সন্তানদের উৎসাহ দিতে হবে। কারণ আমাদের দেশে মেধাবী ও শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু কিছু কিছু সময়ে সমাজে ভালো মানুষের অভাব দেখা দেয়। ভালো মানুষরা কখনো অনিয়ম দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। আগামীর বাংলাদেশে সুন্দর সমাজ বিনির্মাণের স্বার্থে সন্তানদের ভালো ও দেশপ্রেমী মানুষ গড়ার প্রতিযোগিতা করুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুম বিল্লাহ, আইফার উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক ফরিদ আহম্মদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুর রহমান বাবু, আইফার উপদেষ্টা মুকবুল আহম্মদ (বিএসসি), হারুনুর রশিদ, মজিবুর রহমান ফরহাদ, নুরুল ইসলাম বাবুল, ফরিদগঞ্জ আদর্শ একাডেমির অধ্যক্ষ হারুন অর রশিদ, ফরিদগঞ্জ মাতৃছায়া কিন্ডারগার্টেনের অধ্যক্ষ রেজাউল করিম মাসুদ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত আইফা মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কঠোর ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত তৃতীয় থেকে অষ্টম শ্রেণির মোট ১৪৫ জন মেধাবী শিক্ষার্থী এ অনুষ্ঠানে মেধাবৃত্তি ও সনদ লাভ করেন।

একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রম, শিক্ষার্থীবান্ধব পাঠদান এবং গুণগত অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার ১৫ জন গুণী শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, আইফা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি) ফরিদগঞ্জের শিক্ষা, সামাজিক ও মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায়দের ঈদ উপহার প্রদান, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তিনি এলাকায় মানবিক দায়িত্ববোধের শক্তিশালী উদাহরণ স্থাপন করেছেন।

বিশিষ্ট অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন ফরিদগঞ্জের শিক্ষাক্ষেত্রে একটি স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক অধ্যায় হিসেবে চিহ্নিত হলো।

অনুষ্ঠানে আগত প্রধান অতিথি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজকে ফুলেল শুভেচ্ছা জানান ফরিদগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

কবি হাসান হাফিজ,দুর্নীতিতে সম্পৃক্ত হয় না,ভালো মানুষ কখনো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত