ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্বার, মা ও ছেলে গ্রেপ্তার

চাঁদপুরে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্বার, মা ও ছেলে গ্রেপ্তার

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে একটি ৯ এমএম ও একটি ৭.৬২ পিস্তল এবং ৩০ রাউন্ড গুলিসহ মা লাভলী বেগম (৪০) ও ছেলে মো. ফয়সাল হোসেন শাকিল (২১) কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দিনগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও শাহরাস্তি থানা পুলিশের যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার পৌরসভাস্থ পশ্চিম উপলতাধীন জমির উদ্দিন বেপারী বাড়ির জনৈক মো. আলমগীর হোসেনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র আছে।

সেই তথ্যের আলোকে সত্যতা যাচাইয়ের নিমিত্তে আলমগীরের পূর্ব দুয়ারী চৌচালা টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় ওই ঘরের বাসিন্দা মো. আলমগীর হোসেনের স্ত্রী লাভলী বেগম ও তার ছেলে মো. ফয়সাল হোসেন শাকিলকে গ্রেপ্তার করে শাহরাস্তি থানা পুলিশ হেফাজতে দেয়া হয়।

দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে চাঁদপুর জেলাতেও এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

মা ও ছেলে গ্রেপ্তার,অস্ত্র-গুলি উদ্বার,চাঁদপুরে লুট হওয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত