
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাধবী তলার নিকট ডাম্প ট্রাকের ধাক্কায় আলমসাধু থেকে পড়ে গিয়ে মোহাম্মদ আলী (৪১) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ঝিনেদাহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া বাগান মাঠ পাড়া গ্রামের শামসুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে মোহাম্মদ আলী সহ ৪/৫ জন মাছ ব্যবসায়ী মহেশপুর থেকে আলমসাধু যোগে মাছ নিয়ে আলমডাঙ্গায় যাওয়ার পথে আলমডাঙ্গা উপজেলার মাধবীতলার নামক স্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক আলমসাধুকে ধাক্কা দিলে মোহাম্মদ আলী রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।