
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নগরীর চাঁদকুঠি ঈদ্গাহ মাঠে ৮ নং মহানগর বিএনপির উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম, সেলিম চৌধুরীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রায় পাঁচশ’ হতদরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।