ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে দেড় হাজার অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরে দেড় হাজার অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে অসহায় ও দরিদ্র দেড় হাজার নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় ইউনিয়নের আমিরাবাদ গ্রামের চৌধুরী বাড়ি ঈদগা মাঠে ঢাকা ব্যাংকের সাবেক চেয়ারম্যান রেশাদুর রহমান শাহীনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণের পূর্বে আয়োজক-সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ ইরফান হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম সামিনুর বিন আলতাফ, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মানিকুর রহমান মানিক।

উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বক্তব্য দেন ঢাকা ব্যাংক চাঁদপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. মাহবুব আলম, সমাজসেবক এনাম চৌধুরী, আশফাকুর রহমান তুহিন, গোলাম মালেক চৌধুরী ও মারুফ চৌধুরী।

প্রিন্সিপাল অফিসার মাহবুব আলম বক্তব্যে বলেন, ঢাকা ব্যাংক প্রতিবছরই সামাজিক দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র বিতরণ করে আসছে। ব্যাংকের চেয়ারম্যানের উদ্যোগে এই আয়োজন। আমাদের পাশে থাকবেন, যাতে করে সবসময় সহায়তা নিয়ে আপনাদের পাশে থাকতে পারি। চেষ্টা থাকবে পরবর্তীতে আরো লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করার।

আশফাকুর রহমান তুহিন তার বক্তব্যে বলেন, ঢাকা ব্যাংকের উদ্যোগে প্রতিবছরই এই এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়ে আসছে। আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে এই ধারা অব্যাহত থাকবে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সহযোগিতা করেন ওমর চৌধুরী ও রহিম চৌধুরী-সহ গ্রাম পুলিশের সদস্যরা।

চাঁদপুর,অসহায়,শীতবস্ত্র বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত