ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজার সমুদ্র সৈকতে ১ ঘন্টায় প্লাস্টিকসহ ২৫০ কেজি বর্জ্য নিরসন

কক্সবাজার সমুদ্র সৈকতে ১ ঘন্টায় প্লাস্টিকসহ ২৫০ কেজি বর্জ্য নিরসন

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এক ঘন্টার পরিচ্ছন্নতা অভিযানে প্লাস্টিকসহ ২৫০ কেজি বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে অন্যত্র সরিয়েছে ১২০ জন স্বেচ্ছাসেবক।

শুক্রবার সকালে কক্সবাজারের লাবণী পয়েন্ট সংলগ্ন সমুদ্র সৈকতে ইপসা ও কক্সবাজারে কর্মরত বিভিন্ন যুবসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বীচ ক্লিনিং ক্যাম্পেইনে এসব বর্জ্য সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ সময় প্রধান অতিথি বলেন, পরিবেশবান্ধব নগর ও পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করা, প্লাস্টিক দূষণ হ্রাস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে আমাদের গর্ব। এই সমুদ্র সৈকতকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন রাখা সকল নাগরিকের দায়িত্ব। সে লক্ষ্য অর্জনে সৈকত এলাকায় প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নাগরিক হিসেবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি ‘গ্রিন, হেলদি অ্যান্ড সেফার সিটি’ গড়ার লক্ষ্যে কাজ করছে। পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা ও প্লাস্টিক দূষণ কমাতে যুবসমাজকে আরও বেশি উদ্যোগী হতে হবে।

এই বীচ ক্লিনিং ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল সমুদ্র সৈকতে প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই পর্যটনের বার্তা ছড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান এবং ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান।

বীচ ক্লিনিং কার্যক্রমে কক্সবাজারের ১২টি যুবসংগঠনের স্বেচ্ছাসেবক, স্থানীয় যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সম্মিলিত উদ্যোগে সমুদ্র সৈকত এলাকা থেকে প্রায় ২৫০ কেজি প্লাস্টিক ও অন্যান্য কঠিন বর্জ্য সংগ্রহ করা হয়, যা পরবর্তীতে পরিবেশবান্ধব ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহযোগিতায় ইপসা’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কক্সবাজারের বিভিন্ন যুবসংগঠনের পাশাপাশি ১২০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক অংশ নেন।

বর্জ্য নিরসন,২৫০ কেজি বর্জ্য,কক্সবাজার সমুদ্র সৈকত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত