
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসী কর্তৃক গুলি চালিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং জেলার সাত উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হক মামুনের সঞ্চালনায় দোয়া মাহফিলে পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থী আনিসুজ্জামান খান বাবু, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন প্রমুখ।