ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থী অপহরণ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থী অপহরণ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

র‌্যাবের একটি দল শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট থানার সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী সজল দেব নাথকে (২১) গ্রেপ্তার করেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে র‌্যাব এসব তথ্য জানায়।

শনিবার (১০ জানুয়ারি) গ্রেপ্তারকৃত সজলকে কুলাউড়া থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তার হওয়া সজল কুলাউড়া থানার বিজলী গ্রামের উপেন্দ্র দেব নাথের ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম মৌলভীবাজারের কুলাউড়ার একটি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। ভিকটিম রাস্তায় চলাচলের সময় গ্রেপ্তারকৃত সজল তাকে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল। এমনকি কুপ্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক অপহরণ করার হুমকিও প্রদান করে।

এর প্রেক্ষিতে ১ জানুয়ারি সকাল ১০টায় ভিকটিম স্কুলে যাওয়ার সময় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার একটি হাই স্কুলের সামনে থেকে তাকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিম বাড়িতে ফিরে না আসায় তার মা থানায় মামলা দায়ের করেন।

অপহরণ,এসএসসি পরীক্ষার্থী,কুপ্রস্তাবে রাজি না হওয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত