ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সেবার প্রত্যাশা নিয়ে নির্বাচনে এসেছি, মুন্সীগঞ্জ-৩ আসনের জাপা প্রার্থী

সেবার প্রত্যাশা নিয়ে নির্বাচনে এসেছি, মুন্সীগঞ্জ-৩ আসনের জাপা প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজী মো: আরিফুজ্জামান দিদার মতবিনিময় সভা করেছেন।

শনিবার বিকেল ৩ টার দিকে শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় নিজ বাস ভবনের এ মতবিনিময় সভায় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। গণমানুষের প্রত্যাশা পূরণ করবে লাঙ্গল। সবার উচিত দেশের স্বার্থে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়া।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা যার অবস্থান থেকে পার্টির জয়ের লক্ষ্যে কাজ করবে যেতে হবে।

মুন্সীগঞ্জ পৌরসভার আহ্বায়ক মুনায়েম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহর পৌরসভার সদস্য সচিব আশরাফ আলী, সদর উপজেলার মহিলানেত্রী হাসিনা আক্তার, গজারিয়া উপজেলার আহ্বায়ক মো: হান্নান খাঁন, টঙ্গীবাড়ি উপজেলার আহ্বায়ক দেলোয়ার হোসেন খান, সদস্য সচিব মো: লিয়াকত আলী খান, শ্রীনগর উপজেলার আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আকরাম হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন গজারিয়া উপজেলার সদস্য সচিব মো: শামীম ফরাজী।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আরিফুজ্জামান দিদার বলেন, “আমি ৪০ বছর যাবৎ রাজনীতি করছি। সেই ছাত্র রাজনীতি থেকে দলটিতে সক্রিয়। বিগত ২০১৬ সাল থেকে চেষ্টা করেছি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য। কেন আমি প্রার্থী হওয়ার চিন্তা করেছি? আমি দেখেছি, যদি জাতীয় সংসদে যাওয়া যায়, তাহলে সরকারি টাকায় জনগণের কাঙ্খিত কাজ করা সম্ভব। নিজের টাকায় হতো ১০০/২০০ মানুষকে উপকার করতে পারতাম, কিন্তু সংসদে গেলে হাজার হাজার মানুষের উপকার ও সেবা করা যায়। সেবার প্রত্যাশা নিয়ে নির্বাচনে এসেছি।”

জাপা প্রার্থী,মুন্সীগঞ্জ-৩ আসন,সেবার প্রত্যাশা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত