ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

‘গণভোট ২০২৬’ বিষয়ে নোয়াখালীতে সচেতনতামূলক সভা

‘গণভোট ২০২৬’ বিষয়ে নোয়াখালীতে সচেতনতামূলক সভা

নোয়াখালীতে ‘গণভোট ২০২৬’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা পর্যায়ের একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তুন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া-সহ আরো অনেকেই।

সভায় জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ‘গণভোট ২০২৬’ বাস্তবায়নে নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুশাসিত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। এছাড়া এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। এসময় গণভোট বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারির দাবী করেন নেতৃবৃন্দ।

গণভোট,নোয়াখালী,সচেতনতামূলক সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত