ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

কক্সবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প পশ্চিম পাড়ায় রহিদ বড়ুয়া (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

রোববার সকালে বাড়ির অদূরে একটি গাছে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় রহিদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত রহিদ বড়ুয়া ওই এলাকার কালু বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার একটি দোকানে চাকরি করতেন।

নিহতের বাবা কালু বড়ুয়া সাংবাদিকদের জানান, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে বাড়ির সামনে অবস্থান করছিলেন রহিদ। এ সময় দুটি অটোরিকশায় করে কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ভোরে পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়ির একটি তেঁতুল গাছে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

তিনি অভিযোগ করে বলেন, ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রায় তিন মাস আগে স্থানীয় ছোটন নামে এক ব্যক্তির সঙ্গে রহিদের বিরোধ হয়। ওই ঘটনার পর মুচলেকা দিয়ে চট্টগ্রামে চলে যান রহিদ। সম্প্রতি বাড়িতে ফেরার পর তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। হত্যার আগে মারধর করা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ করেন নিহতের বাবা।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দীন বলেন, “খবর পেয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

কক্সবাজার,মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত