ঢাকা রোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

এক মাঘে শীত যায় না, এসবেরও বিচার হবে: শাজাহান খান

এক মাঘে শীত যায় না, এসবেরও বিচার হবে: শাজাহান খান

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে, এসবেরও বিচার হবে।

সোমবার (২৩ জুন) আদালতে হাজিরা শেষে এজলাস থেকে বের হয়ে এ কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে। এক মাঘে শীত যায় না, এর বিচারও হবে। এর বিচার হবে না, এটা মনে করো না।

এ সময় দেশ কেমন চলছে জানতে চাইলে তিনি হাসি দিয়ে বলেন, ‘আপনারা তো দেখছেনই। এক হাতে তালি বাজে না।’

এর আগে, সকাল ১০টার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানকে আদালতে তোলা হয়। এ সময় তাদের হাতে হ্যান্ডকাফ, বুকে বুলেট প্রুভ জ্যাকেট, ও মাথায় হেলমেট পরানো ছিলো। কাঠগড়ায় তোলার পর পুলিশ তাদের হ্যান্ডকাফ ও হেলমেট খুলে দেন। তারপর শাহজান খান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক একে অপরের সঙ্গে গল্প করতে থাকেন। নিজ নিজ আইনজীবীদের সঙ্গে আলাপ-আলোচনাও করেন তারা।

বিচার,শাজাহান খান,মব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত