ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই এ মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে মাঠে নেমেছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই পৌর এলাকার ঝিকরায় পূজামণ্ডপে পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছে। মঙ্গলবার গভীর রাতে ওই এলাকার পূজামণ্ডপে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সাথে স্থানীয় লোকজনের বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য হামলার শিকার হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওইদিন ভোর রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে ওই থানার এসআই ফারুক বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

পুলিশ,হামলা,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত