ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রক্টর ও শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মিছিল করেছে শিক্ষার্থীরা।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা মুবাশ্বির আমিন বলেন, ‘গতকালের বিষয়টি মিমাংসা হওয়ার পর তাদের আক্রমণ বুঝিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক হামলা করেছে। আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই। যারা এই হামলার সাথে জড়িত, তাদের বহিষ্কার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
আন্দোলনরত আরেক শিক্ষার্থী শাহ ফরিদ বলেন, ‘আমরা দেখেছি, গতকালের ঘটনায় আমাদের শিক্ষকমন্ডলী মীমাংসা করেছিল। কিন্ত মীমাংসা শেষে বাইরে এলে যাদের ইন্ধনে আমাদের ছাত্র ও শিক্ষকদের ওপর হামলা হয়েছে, আমরা তার সুষ্ঠু তদন্ত চাই। আমরা প্রত্যাশা করছি চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’
উল্লেখ্য, গতকাল শনিবার রাতে বাসে সিট নিয়ে বিরোধের শনিবার মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ অন্তত পাঁচজন শিক্ষক–শিক্ষার্থী আহত হয়েছে।