ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, শহীদ জিয়াউর রহমান কোন খণ্ডিত ব্যক্তিত্ব নয় তিনি আপামর জনগোষ্ঠীর ব্যক্তিত্ব। জিয়াউর রহমান এমন এক ব্যক্তি যিনি স্বল্প সময়ে জাতিকে গড়ার একটি দর্শন দিয়েছেন। অনন্তকাল ধরে দেশের জনগোষ্ঠীর কাছে তিনি মাইলফলক হয়ে থাকবেন।
রোববার (২৯ জুন) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভাটির আয়োজন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় জাতীয়বাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম।
এসময় তিনি আরো বলেন, রাষ্ট্রের মালিক জনগণ কিন্তু ১৯৭১ ও ২০০৯ এর পরে যা হয়েছে তা জনগণের না হয়ে একটি গোষ্ঠীর হয়ে গিয়েছিল। অনেকে সুবিধা পেতে চেয়েছে। কিন্তু জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণ করে ইউনিভার্সাল ক্যারেক্টারে পরিণত হয়েছেন। তিনি তিন বছর ক্ষমতায় থেকে মানুষকে সেবা দেন এবং এই দেশকে একটি রিপাবলিক রূপ দেন। শাসকরা যদি শাসনতন্ত্র নিজেদের জন্য বা দলের জন্য ব্যবহার করে তাহলে জনগণ অধিকার পাবে না। আগামীদিন যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যদি শহীদ জিয়াকে ধারণ করে তাহলে তারা বিচ্যুত হবে না।
উপাচার্য বলেন, এই রাষ্ট্রে বহুমাত্রিক জাতি বাস করে। এই হিসেবে আমরা জাতীয়তাবাদকে অস্বীকার করতে পারবো না। স্বাধীনতার পর বাংলাদেশে সেক্যুলারিজম এমনভাবে শুরু হয় যে, মানুষ চিন্তা করতে শুরু করে এদেশ থেকে ইসলাম হয়তো হারিয়ে যাবে। শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদ আর ইসলামী মূল্যবোধ নিয়ে সোচ্চার হোন। আপনারা শুধু শহীদ জিয়ার দিবস না তার দর্শনকেও লালন করুন। জুলাইয়ের পরে আপনারা কেউ পিছনে ফিরে যাবেন না। নতুন বাংলাদেশ গড়ার জন্য জিয়ার আদর্শে মানুষের জন্য কাজ করবেন, তাহলে জিয়া আমাদের মাঝে বেঁচে থাকবে।
সংগঠনটির সভাপতি আব্দুল মুঈদ বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মতিনুর রহমান, জিয়া পরিশোধের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ উদ্দিন, জিয়া পরিশোধের সেক্রেটারি অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আলিনুর রহমান ও প্রোক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।