সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে আবারও টানা ১১ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যারিকেড (অবরোধ) কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।
রাজধানীর মহাখালীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, রেল গেট, আমতলী মোড়, গুলশান লিংক রোড এ কর্মসূচির আওতায় থাকবে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, অনশন ও বিক্ষোভ কর্মসূচির পর ২৯ জানুয়ারি রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে আমাদের এক ধরনের আশ্বাস দিয়েছিলেন। ১ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার কথা জানায়। সেটি আবার আজ সংশোধন করে শিক্ষা উপদেষ্টা বলেছেন, তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনার সুযোগ নেই।
তারা আরও বলেন, এমনকি আমাদের দাবি যৌক্তিক নয় বলেও শিক্ষা উপদেষ্টা মন্তব্য করেছেন। এটি অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত দুঃখজনক। সরকারের এমন দোদুল্যমান অবস্থানে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। আমরা দাবি আদায় না করে ক্লাসে ফিরবো না।
আবা/এসআর/২৫