ঢাকা বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ফের পেছালো জাকসু নির্বাচন

ফের পেছালো জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ আবারও পিছিয়েছে। নতুন রোডম্যাপ অনুযায়ী সম্ভাব্য তারিখ হিসেবে ১১ সেপ্টেম্বরকে ঘোষণা করা হয়েছে।

গতকাল ভোরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হওয়া দীর্ঘ ১০ ঘণ্টার আলোচনা শেষে এ তারিখ ও রোডম্যাপ ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

নতুন রোডম্যাপ অনুযায়ী, ৪ আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার হবে, একই দিনে জাকসুর তফসিল ঘোষিত হবে। ৩১ আগস্ট হামলায় মদদদাতা শিক্ষকদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে এবং ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন হবে।

দীর্ঘ আলোচনা সভায় শিক্ষার্থীরা বিচার কাজ শেষ না করার জন্য প্রশাসনকে অভিযুক্ত করেন। একপর্যায়ে উপাচার্য বিচার কার্য শেষ করতে পুনরায় সময় চাইকক উপস্থিত প্রশাসন সকলের সঙ্গে আলোচনা শেষে বিচার ও জাকসু নির্বাচনের নতুন রোডম্যাপ ঘোষণা করা হয়।

এদিকে নতুন করে তারিখ ঘোষণায় পূর্বের নির্বাচন কমিশনের বৈধতা শেষ হয়েছে। এ নিয়ে ফের নির্বাচন কমিশন গঠন করে পুনরায় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

নির্বাচন,জাকসু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত