ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইবিতে প্রথমবারের মতো আন্তঃসেশন মুট কোর্ট অনুষ্ঠিত 

ইবিতে প্রথমবারের মতো আন্তঃসেশন মুট কোর্ট অনুষ্ঠিত 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো আন্তঃসেশন মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ২৩৭ নম্বর কক্ষে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির (IUMCS) সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. রেহেনা পারভীনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজেদুর রহমান সিথুন ও মো. মিলন আলী (ঝিনাইদহ) এবং জাহিদুর রহমান (মেহেরপুর)।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন IUMCS-এর সাবেক সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী মডারেটর অধ্যাপক ড. রেহেনা পারভীন।

আয়োজক সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই মুট কোর্ট প্রতিযোগিতার কেস ফ্যাক্ট (কম্প্রোমি) ও নিয়মাবলি উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগীদের মাঝে বিতরণ করা হয়। প্রতিযোগীরা নির্ধারিত সময়ের মধ্যে এপ্লিকেন্ট ও রেসপনডেন্ট পক্ষ থেকে মেমোরিয়াল প্রস্তুত করে জমা দেন, যার ভিত্তিতে শনিবার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ২০২০-২১ বর্ষ চ্যাম্পিয়ন এবং ২০২২-২৩ বর্ষ রানারআপ হন। সেরা মুটার নির্বাচিত হন ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি এবং উদীয়মান মুটার হিসেবে মনোনীত হন ২০২২-২৩ বর্ষের সোহানুর রহমান।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং বিচারক ও সংগঠনের সাবেক নেতাদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

বিচারকরা বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রতিযোগীরা অত্যন্ত দক্ষতার সাথে যুক্তি ও বক্তব্য উপস্থাপন করেছে।’

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন, ‘প্রতিটি প্রতিযোগীই বিজয়ী। তাদের অংশগ্রহণই এ আয়োজনকে সফল করেছে।’

প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর ইসলামিক ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির ২০২৫-২৬ বর্ষের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন রায়হান বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন উম্মে আশরাতুন তাজরীন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রতিষ্ঠিত ইসলামিক ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি (IUMCS) ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন। এটি মুট কোর্ট ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আইনি দক্ষতা ও যুক্তি বিশ্লেষণের ক্ষমতা বিকাশে কাজ করে।

আন্তঃসেশন মুট কোর্ট,ইবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত