অনলাইন সংস্করণ
১৬:৩৩, ০১ আগস্ট, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি স্থগিত করেছে। ভর্তির জন্য নির্ধারিত যোগ্যতা না থাকলেও অনিয়মের মাধ্যমে এই ডিগ্রি অর্জনের প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
ঢাবির সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডিগ্রি অর্জনের প্রক্রিয়ায় নানা অনিয়ম ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগসহ তদন্ত কমিটির রিপোর্ট উপস্থাপন করেন। এতে দেখা যায়, বেনজীর আহমেদ তার ভর্তি ফরমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ না করেও তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, ডিবিএ প্রোগ্রামে ভর্তি হতে হলে স্নাতক ও স্নাতকোত্তরে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হয়। কিন্তু বেনজীর এই যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন। তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে বলা হয়, ভর্তির সময় তিনি নথিতে কালো কালি ও নীল কালি ব্যবহার করে নম্বর গোপন করেছেন এবং মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন।
এই অনিয়মে কারা জড়িত ছিলেন তা নির্ধারণে পাঁচ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে সিন্ডিকেট। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত চলাকালে বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি স্থগিত থাকবে বলে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৯ সালে তিনি ঢাবি থেকে এই ডিগ্রি গ্রহণ করেন এবং তারপর থেকে নামের আগে ‘ড. (ডক্টর)’ ব্যবহার শুরু করেন। জানা গেছে, তার ভর্তির শর্ত শিথিল করে অনুমোদন দেন ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, যিনি ওই সময় তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন।