
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ফ্যাসিস্ট-স্বৈরাচারকে উৎপাটিত করার জন্য জুলাই-আগস্ট বিপ্লবে সারা বাংলাদেশের জনতা অংশ নিয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ আমাদের দেশের ছাত্র জনতা বীরত্বপূর্ণ অবদান রেখেছে। এটি আমাদের অস্তিত্ব, আদর্শ ও আমাদের প্রেরণা। জুলাই-আগস্ট বিপ্লব হলো আগামী দিনে চলার পথের পথনির্দেশিকা।
সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচে জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসময় তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের ছবিগুলো আমাদের অস্তিত্ব। এটাই আমাদের ইতিহাস। আমরা থাকবো না, কিন্তু এই ছবি আমাদের আত্মায় থেকে যাবে। আমাদের হৃদয়ের আর্কাইভের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এটা থাকবে। এটা আজীবনকাল এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখতে পারবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়বো। দেশে ফ্যাসিবাদকে আর কখনো ফিরে আসতে দেবো না। একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাধ্যমে আগামীর বাংলাদেশ শাসিত হবে। সুখী-সমৃদ্ধ ও বৈষম্যবিরোধী সমাজ প্রতিষ্ঠিত হবে। এই ভিশন নিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান, জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ.কে.এম. শামছুল হক ছিদ্দিকী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আব্দুল বারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট সহ শিক্ষার্থীরা।