ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার। আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।

এর আগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে ৩৪ জন আবেদন করলে আপিলের রায়ে সবাই প্রার্থিতা ফিরে পান।

এবারের ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ, আগ্রহ ও প্রত্যাশা। সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে আলোচনার তীব্রতা—কারা আসছেন নেতৃত্বে, কে থাকছেন দৌড়ে এগিয়ে। পাশাপাশি, প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও জোরালো হচ্ছে; বিশেষ করে আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ সামনে আসছে প্রতিনিয়ত।

এদিকে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেবল সংশ্লিষ্ট হল ও দফতরগুলোর জন্যই চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সাইবার বুলিং প্রতিরোধের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী, ডাকসু নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ২৮টি পদে। যাচাই-বাছাই শেষে মঙ্গলবার চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ডাকসু নির্বাচন কমিশন।

৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। উল্লেখযোগ্যভাবে, এবারই প্রথম হলের বাইরে ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদের ভোট।

ডাকসু,মনোনয়ন,নির্বাচন,শিক্ষার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত