ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইকসুর গঠনতন্ত্র প্রণয়ন করবে ১১ সদস্যের কমিটি

ইকসুর গঠনতন্ত্র প্রণয়ন করবে ১১ সদস্যের কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ইকসু) গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে ১১ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে কমিটিকে যত দ্রুত সম্ভব গঠনতন্ত্র প্রণয়ন করতে বলা হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।

কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ। সদস্যসচিব করা হয়েছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসানকে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাহিরে অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার এবং সুপ্রিম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট ব্যারিস্টার ইমাম হোসেন সিডনী।

এ বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে চিঠি এখনো হাতে পাইনি। চিঠি পাওয়ার পরে সেখানে কী বিধি-বিধান রয়েছে সেটি দেখে পরবর্তী কাজ শুরু করবো।

ইকসু,গঠনতন্ত্র,কমিটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত