ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে 'কমপ্লিট শাটডাউন'

সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে 'কমপ্লিট শাটডাউন'

প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) পালিত হচ্ছে কমপ্লিট শাটডাউন।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আন্দোলনের সংগঠক জুবায়ের আহমেদ এই ঘোষণা দেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার’ পালিত হবে। এ সময়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি মো. ওয়ালীউল্লাহ প্রথমে একটি আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেন। পরে জুবায়ের আহমেদ নতুন করে শাটডাউনের ঘোষণা দিয়ে বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। কোনো বিশ্ববিদ্যালয় খোলা থাকবে না।

এর আগে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান। তারপর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।

আবা/এসআর/২৫

প্রকৌশল বিশ্ববিদ্যালয়,শাটডাউন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত