অনলাইন সংস্করণ
২২:২১, ০১ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ চেম্বার আদালতে স্থগিত হওয়ায় ভোট আয়োজনে আর কোনো বাধা নেই বলে তিনি জানান।
ঢাবি ভিসি জানান, ভোট স্থগিতের রায় আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল করা হয়। এর প্রেক্ষিতে সেই রায় স্থগিত হয়েছে। ফলে নির্ধারিত সময়েই ডাকসু ভোট অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনি বিষয় দেখাশোনার জন্য ১২ সদস্যের একটি প্যানেল রয়েছে। সেই প্যানেলের সদস্য শিশির মনিরও আইনগত লড়াইয়ে যুক্ত আছেন।
ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন ভিসি। তিনি বলেন, “ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং বিষয়। অনেক বাঁধা-বিপত্তি আসবে। রিটও সেই বাঁধার অংশ। আমরা আইনগতভাবেই তা মোকাবিলা করছি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জড়িত, এ ধরনের অবান্তর কথা বলে বিতর্ক উসকে দিলে ক্ষতি হবে। এখন ঐক্যবদ্ধ থাকার সময়, ষড়যন্ত্র ও বাঁধা মোকাবিলা করার সময়।”
উপাচার্য বলেন, আইনগতভাবে আদালতের নির্বাচনকে স্থগিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে হয়েছে এমন একটি কথা আসছে। এই ধরনের অবান্তর হালকা কথাবার্তা বললে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়। এই মুহূর্তে ঐক্য ধরে রাখা একান্ত দরকার। আমাদেরকে মূল জায়গায় ফোকাস রাখতে হবে।
আবা/এসআর/২৫