ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাকসু নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন ১২৩৩ প্রার্থী

রাকসু নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন ১২৩৩ প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৩টা পদে বিপরীতে ৩৯৫ জন, সিনেট-এ ৫জন ছাত্র প্রতিনিধি পদে ৮৪ জন এবং ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৭৫৪জন মিলে সর্বমোট ১২৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে হল সংসদে নির্বাচনের মধ্যে সর্বোচ্চ হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৬২ জন মনোনয়নপত্র নিয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিগত ৮ দিনের মনোনয়ন বিতরণ কার্যক্রম শেষে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শারমিন হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রাকসু নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহের শেষ দিন থাকলেও তা ৪ সেপ্টেম্বর একদিন বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, "মনোনয়নের কার্যক্রম আজ শেষ হলো। মনোনয়ন বিতরণের সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই। তবে যারা আজ প্রার্থী হলেন তারা কালকেও ডোপ টেস্ট করতে পারবেন। পরেরদিন তাদের রেজাল্ট প্রকাশ করা হবে।"

রাকসু নির্বাচন,মনোনয়ন ফরম,প্রার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত