ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অটোরিকশার ধাক্কায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

অটোরিকশার ধাক্কায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা-রাজশাহী মহাসড়কে অটোরিকশার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের সামনে রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নিয়ে গেলে ১২টার দিকে ওই শিক্ষার্থী মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মমিনুল ইসলাম।

নিহত শিক্ষার্থীর নাম ইফতেখার ইসলাম ফামিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকার নিউমার্কেট এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতেখার ইসলাম ফামিন তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বিনোদপুর গেটের মোড়ে আসার সময় একটি অটোরিকশা হঠাৎ উল্টো দিকে ঘুরিয়ে নেয় যার কারণে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী নওয়াব হাসান প্রিন্স বলেন, ‘‘ইংরেজি বিভাগের যে ভাইটি মারা গেলেন এটার সম্পূর্ণ দোষ রিকশাওয়ালার। এক্সিডেন্ট হওয়ার পরপরই আমরা কয়েকজন যেয়ে শুনি কিছু লোকজনের কাছে যে পুরো দোষ রিকশাওয়ালার। উনি সোজা বিনোদপুর গেইটের দিকে বাইকে করে আসছিলেন ঠিক তখনই রিকশাটা হুট করে উল্টো দিকে ঘুরিয়ে নেয় যার কারণে এই দুর্ঘটনা ঘটলো এবং এই অকাল মৃত্যু হলো।’’

এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ‘‘তারা ২ জন বাইকে করে যাচ্ছিল। হঠাৎকরে রিকশাটা উল্টো দিকে ইউটার্ন নেওয়ার সময় বাইকের সঙ্গে অটোরিকশার অ্যাক্সিডেন্ট হয়। দুইজন মধ্যে পিছনে থাকা শিক্ষার্থী ফামিনের সেন্স ছিল না। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা জানান সে মারা গেছেন। শিক্ষার্থীই তার পরিবারকে জানিয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার এসেছেন।’’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘‘বিভাগের সভাপতিসহ কয়েক শিক্ষক আমরা এখানে এসেছি। বিস্তারিত জেনে আমরা ব্যবস্থা নেব।’’

এ বিষয়ে রাজশাহী মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘‘আমরা ঘটনা জানার পর তাৎক্ষণিক ওই অটোরিক্সার ড্রাইভারকে আটক করেছি। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা হবে।’’

ঢাকা-রাজশাহী মহাসড়ক,অটোরিকশার ধাক্কা,রাজশাহী বিশ্ববিদ্যালয়,শিক্ষার্থী,মৃত্যু,রাবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত