ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

রাবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

"জাতীয় সমস্যা ও সংকট মোকাবেলায় প্রয়োজন সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানার্জন ও গবেষণায় অগ্রগতি অর্জন সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে" বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব (আরইউইসি) আয়োজিত প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুই দিনব্যাপী এই সম্মেলনের কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ।

উপাচার্য তার বক্তব্যে বলেন, “এই ধরনের আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশ্ববিদ্যালয়কে গবেষণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।”

তিনি সম্মেলনের সাফল্য কামনা করেন এবং এটি নিয়মিত আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

রাবি,গবেষণা সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত