অনলাইন সংস্করণ
১২:১৫, ০৭ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা আজ শেষ হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, প্রার্থীরা আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রচার কার্যক্রম চালাতে পারবেন।
নির্বাচনকে আরও সুষ্ঠু ও ভোটারবান্ধব করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে ৮টি কেন্দ্রে ৭১০টি বুথ নির্ধারিত থাকলেও, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে আরও ৮০টি বুথ যুক্ত করে মোট বুথ সংখ্যা ৮১০-এ উন্নীত করা হয়। এর ফলে শিক্ষার্থীরা আগের চেয়ে আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, একটানা।
নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। এই সময়ে কেবল বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি থাকবে।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপপ্রচার রোধে কর্তৃপক্ষ ইতোমধ্যেই কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। শিক্ষার্থীদেরকে বিভ্রান্তিকর তথ্য এড়াতে এবং সঠিক তথ্য নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/duadministration) ও অন্যান্য অফিসিয়াল সাইটগুলো অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।