অনলাইন সংস্করণ
২০:০০, ০৮ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। পুলিশ জানিয়েছে, ভোটের দিনসহ পরের দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
টিএসসি মোড়ে একটি পুলিশ কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে এবং নির্বাচনের দিন শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় সীমানায়, পুরো এলাকায় এবং ভোটকেন্দ্রে সামনে পুলিশ অবস্থান করবে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সজাগ থাকবে যাতে নির্বাচনে কোনো ব্যাঘাত না ঘটে।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেদিকে বিশেষভাবে নজর রাখা হবে।