ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অভিযোগের প্রেক্ষিতে যা বললেন শিক্ষিকা শেহরীন মোনামী

অভিযোগের প্রেক্ষিতে যা বললেন শিক্ষিকা শেহরীন মোনামী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও শিক্ষিকা শেহরীন আমিন মোনামী বলেছেন, তিনি শুধু একজন একাডেমিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার কোনো প্রশাসনিক বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। তিনি বলেন, ‘আমি জুলাই মাসে আমার হৃদয়ের কাছাকাছি রেখেছি, যদি আমার অ্যালমা ম্যাটারকে ভালো কিছু করতে পারি, তাহলে তা এই ভূমিকার মাধ্যমে সম্ভব। আমি শুধু চেয়েছিলাম একজন একাডেমিক হই, কিন্তু এখানে আমাকে অভিযুক্ত ও হয়রানির মুখোমুখি হতে হলো।’

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিক ডাকসু নির্বাচন শেষে ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

শেহরীন আমিন মোনামী বলেন, তার একমাত্র প্রশ্ন ছিল তার ছাত্রদের প্রতি, যারা তার একাডেমিক ও প্রক্টরিয়াল সামর্থ্য অনুযায়ী তার সঙ্গে মিথস্ক্রিয়া করেছে—‘আমি কি কখনো পক্ষপাত করেছি? আমি কি কখনো কারো রাজনৈতিক সম্পৃক্ততা সম্পর্কে জিজ্ঞাসা করেছি? আমি কি সাহায্য বাড়ানোর চেষ্টা করিনি? আমি কি ক্ষমতা ও বিচারব্যবস্থার জন্য সহায়তা করি নি?’ তিনি স্পষ্টভাবে বলেন, ‘যদি উত্তর ‘না’ হয়, তবে কেন এমন অভিযোগ?’

তিনি উল্লেখ করেন, তিনি সিকিউরিটি ইন চার্জ থাকায় এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘন রোধ করার জন্য কঠোর ছিলেন। ‘আমি আমার নির্দেশের প্রতি কঠোর ছিলাম এবং এর জন্য আফসোস করি না। আমি যা করেছি, তা সঠিক ছিল। আমি দায়িত্বে ছিলাম।’

শেখরীন মোনামী তার দায়িত্বের উদাহরণ তুলে পোস্টে লেখেন— ২১ ফেব্রুয়ারি দায়িত্বে নিযুক্ত হওয়া, পহেলা বৈশাখে দায়িত্ব পালন, ১৪ জুলাই সারা রাতের কনসার্ট একা হাতে আয়োজন এবং ৫ আগস্ট প্রোগ্রামের সফল সমাপন।

তিনি বলেন, ‘আজ আমাকে তুলে নিতে হলো, আমার নিজের কলিগের পাশে দাঁড়ানোর কারণে আমাকে এমন ন্যক্কারজনক অভিযোগ ও খারাপ ব্যবহার করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঝুঁকি থাকায় এক ঘন্টা আগে প্রক্টর অফিসে আসতে হয়েছে, এবং আমার উপস্থিতি পরিস্থিতি আরও বৃদ্ধি করতে পারত। আমি নীরবে ফিরে এসেছি, কারণ চাইনি যে আমার কারণে নির্বাচন বাধাগ্রস্ত হোক।’

শেখরীন মোনামী ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ‘এত দিন পর আপনারা সবাই এমন একটি চমৎকার নির্বাচন করেছেন। দয়া করে নিজের স্বার্থহীন মানুষদের এটা ধ্বংস করতে দেবেন না। সত্য আমার সঙ্গে আছে, আমি ছাত্রলীগকে ভয় করি নি, অন্য কাউকেও ভয় করি না।’

তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমার অংশ অর্ধেক সম্পন্ন হলেও, এই কস্ট কখনো ভুলবো না। আমি নীরবে দায়িত্ব পালন করেছি এবং শুধুমাত্র সঠিক কাজ করেছি।’

শেহরীন মোনামী,শিক্ষিকা,অভিযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত