
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী বিভাগে পরীক্ষার রেজাল্ট না দেওয়ায় অফিস, ক্লাসরুম এবং সেমিনারে তালা দিয়েছিল বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীনের আশ্বাসে তালা খুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে গতকাল (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরীক্ষার ৪ মাস হয়ে গেলেও বারংবার আশ্বাস দিলে রেজাল্ট না দিতে পারায় বিভাগের অফিস, ক্লাসরুম এবং সেমিনার রুমে তালা দেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
আরবী বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, "আমি সকালে কিছু জরুরি কাগজপত্রের জন্য অফিস রুমটা খুলে দিতে বলেছিলাম কিন্তু তারা খুলে দেয়নি। পরে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি স্যার এসে রেজাল্টের বিষয়ে আশ্বস্ত করলে তারা তালা খুলে দেয়।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন বলেন, "আমরা শিক্ষার্থীদের কাছ থেকে সমস্যাগুলো শুনেছি। রেজাল্টের কাজ চলছে। ইনশাল্লাহ খুব দ্রুতই রেজাল্ট দেওয়া হবে।"