অনলাইন সংস্করণ
১৪:০৩, ১০ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সেই সাবিকুন নাহার তামান্না। সদস্য পদে সাবিকুন নাহার তামান্না সর্বোচ্চ ১০ হাজার ৮৪টি ভোট পেয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
সাবিকুন নাহার তামান্না বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই আলোচনায় আসেন তিনি।
ওই দিন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রচারণা বোর্ড ভাঙচুর করা হয়, পাশাপাশি প্যানেলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবিও বিকৃত করা হয়। এই ঘটনাগুলোর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। অনেকে এ ধরনের আচরণকে গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী ও নারীপ্রার্থীদের প্রতি অসম্মানজনক বলেও মন্তব্য করেন।
তবে সেই ছবিকেই নিজের প্রচারণার হাতিয়ার বানান সাবিকুন নাহার। ২৬ আগস্ট নিজের ফেসবুক আইডিতে ছবিটি শেয়ার করে লেখেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।’