ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি প্রেসক্লাব

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি প্রেসক্লাব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সংগঠনটির কার্যালয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ বকুল বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে যেভাবে অনলাইন এ অপতথ্য ছড়ায়, সেখানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হুমকির মুখে পড়ে গেছে।” নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, “আমরা প্রতি বছর নবীনবরণ আয়োজন করি শুধু গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে। তবে এবার আমরা ভিন্নভাবে চেষ্টা করেছি—সব বিভাগ থেকে সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি।”

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের সাবেক ডীন ও প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ফজলুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এবং সাবেক সভাপতি জুবায়ের জামিল উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থী,বরণ,রাবি প্রেসক্লাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত