অনলাইন সংস্করণ
১২:২৮, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। এখন পর্যন্ত ১৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। চলছে আরও ৩ কেন্দ্রের ভোট গণনা। ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
এবারের জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৩৪০টি পদের বিপরীতে ৬২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে হল সংসদের ৩১৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন বেশিরভাগ প্রার্থী। তবে এসব পদের মধ্যে ১৩১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ৬৮টি পদ শূন্যই রয়ে গেছে।
কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য মোট ১৭৭ জন প্রার্থী লড়ছেন। এদের মধ্যে ১৩২ জন ছাত্র এবং ৪৫ জন ছাত্রী।
মোট ভোটারের সংখ্যা ছিল ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয় এবং রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়।